এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জরুন এলাকায় কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা গত নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে দুপুর থেকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এদিকে একই এলাকায় স্বাধীন গার্মেন্টসের শ্রমিকরা নভেম্বরের বেতনের দাবিতে সকাল থেকে কারখানার সামনে বিক্ষোভ করেন। পরে শ্রমিকরা কোনাবাড়ী-জরুন আঞ্চলিক সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা ও বিকেলে তাদের বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যান। এ সময় প্রায় আধাঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু তালেব জানান, গত মাসের বেতনের দাবিতে শ্রমিকরা সকাল থেকে কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করে। এক পর্যায়ে বেলা ১১টার দিকে কোনাবাড়ী-জরুন আঞ্চলিক সড়ক অবরোধ করে। বিকেলে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।