রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। তাই ঈদযাত্রার শেষ দিনে গাজীপুরের দুই মহাসড়কে শুক্রবার (৬ জুন) সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। তবে যাত্রীদের তুলনায় পরিবহনের সংখ্যা কম। তাই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে গাড়ির জন্য।
এদিকে গাজীপুরের বোর্ডবাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। এছাড়া মৌচাক থেকে চন্দ্রা মোড় পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। ওই দুই মহাসড়কে থেমে থেমে যানজট রয়েছে।
বৃহস্পতিবার বা তার আগে যারা বাড়ি যেতে পারেননি তারা আজ সকাল থেকে রওনা হয়েছেন। ভোর থেকেই তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হয়ে অপেক্ষা করছেন বাস কিংবা গণপরিবহনের জন্য। যে যেভাবে পারছেন ট্রাক কিংবা পিকআপে করেও গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন।

রংপুর থেকে ছেড়ে আসা বাসের চালক আবুল কাশেম জানান, বৃহস্পতিবার যেসব বাস গাজীপুর থেকে ছেড়ে উত্তরাঞ্চলে গিয়েছিল তারা কালিয়াকৈর-চন্দ্রা মোড়, টাঙ্গাইল এবং যমুনা সেতুর উভয় প্রান্তে ব্যাপক যানজটের কবলে পড়ে। তাই নির্ধারিত সময়ের চাইতেও অধিক সময় লেগেছে গন্তব্যে পৌঁছাতে। এছাড়া যাত্রী নামিয়ে গাজীপুরে ফিরতেও অনেক সময় লেগেছে। যার কারণে আজ সকাল থেকেই বাসের সংখ্যা তুলনামূলক কমে গেছে।
রংপুরগামী লিয়াকত হোসেন জাগো নিউজকে বলেন, এক সপ্তাহ আগেই স্ত্রী সন্তানদের গ্রামে পাঠিয়ে দিয়েছি। কারখানায় বৃহস্পতিবার দুপুরে বেতন হওয়ায় এবং সড়কে যানজট থাকায় ওইদিন গ্রামের বাড়িতে যেতে পারিনি। তাই আজ সকালে ভোগড়া পেয়ারা বাগান বাসস্ট্যান্ডে এসে বাসের জন্য এক ঘণ্টা ধরে অপেক্ষা করছি। গতকালের তুলনায় আজ যাত্রীসংখ্যা কম থাকলেও বাসের সংখ্যা কম মনে হচ্ছে।

সালনা হাইওয়ে থানার ওসি শওকাতুল আলম জাগো নিউজকে বলেন, গতকালের তুলনায় আজ সড়কে গণপরিবহন ও যাত্রীসংখ্যা কিছুটা কম। সকালে যাত্রীদের একটু চাপ বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমে যাবে বলে আশা করা হচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক তরিকুল ইসলাম জাগো নিউজকে জানান, গাজীপুর চান্দনা চৌরাস্তায় সকাল থেকেই যাত্রীদের ভিড় থাকায় যানবাহনের চাপ রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই চাপ কমে আসবে।
আমিনুল ইসলাম/এফএ/এএসএম

 4 months ago
                        96
                        4 months ago
                        96
                    








 English (US)  ·
                        English (US)  ·