গাজীপুরে নেওয়ার পথে রামুতেই থেমে গেল ইয়াবা ব্যবসায়ীদের যাত্রা

কক্সবাজার টেকনাফ সড়কের রামু ক্রসিং হাইওয়ে থানার এএসআই (নিঃ) নুর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের অভিযানে ১,৮৩৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ৩০ নভেম্বর রাত ৭টা ৩০ মিনিটে খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে টেকনাফ দিক থেকে আসা লাল রঙের APACHE RTR মোটরসাইকেল (রেজিঃ কক্সবাজার-ল-১২-৫৪৭৯) থামিয়ে তল্লাশি চালানো হয়। মোটরসাইকেল আরোহী মোঃ শাকিল খাঁ (২৫), মোঃ ওমর ফারুক (৩০) ও মোঃ শাহজাহান (৩২) স্বীকার করলে শাকিলের কাঁধের নীল ব্যাগ থেকে কস্টেপে মোড়ানো দুই বান্ডেলে ১০টি পলিজিপার প্যাকেটে মোট ১,৮৩৫ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১৫০ গ্রাম, মূল্য ৫ লাখ ৫০ হাজার ৫০০ টাকা) উদ্ধার করা হয়। এ সময় ব্যাগটি, মোটরসাইকেলটি এবং একটি SAMSUNG A05 মোবাইলও জব্দ করা হয়। অভিযানে থাকা এসআই (নিঃ) খোকন চন্দ্র দাশসহ স্বাক্ষীদের উপস্থিতিতে ইয়াবা জব্দের পর আসামিরা জানায়,পলাতক মহিলা সহযোগী হামিদা আক্তারের (৩৫) কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে তারা গাজীপুরে নেওয়ার উদ্দেশ্যে পরিবহন করছিল। ঘটনাস্থলেই তিনজনকে গ্রেফতার করা হয় এবং পলাতক আসামির বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

গাজীপুরে নেওয়ার পথে রামুতেই থেমে গেল ইয়াবা ব্যবসায়ীদের যাত্রা

কক্সবাজার টেকনাফ সড়কের রামু ক্রসিং হাইওয়ে থানার এএসআই (নিঃ) নুর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের অভিযানে ১,৮৩৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

৩০ নভেম্বর রাত ৭টা ৩০ মিনিটে খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে টেকনাফ দিক থেকে আসা লাল রঙের APACHE RTR মোটরসাইকেল (রেজিঃ কক্সবাজার-ল-১২-৫৪৭৯) থামিয়ে তল্লাশি চালানো হয়।

মোটরসাইকেল আরোহী মোঃ শাকিল খাঁ (২৫), মোঃ ওমর ফারুক (৩০) ও মোঃ শাহজাহান (৩২) স্বীকার করলে শাকিলের কাঁধের নীল ব্যাগ থেকে কস্টেপে মোড়ানো দুই বান্ডেলে ১০টি পলিজিপার প্যাকেটে মোট ১,৮৩৫ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১৫০ গ্রাম, মূল্য ৫ লাখ ৫০ হাজার ৫০০ টাকা) উদ্ধার করা হয়। এ সময় ব্যাগটি, মোটরসাইকেলটি এবং একটি SAMSUNG A05 মোবাইলও জব্দ করা হয়।

অভিযানে থাকা এসআই (নিঃ) খোকন চন্দ্র দাশসহ স্বাক্ষীদের উপস্থিতিতে ইয়াবা জব্দের পর আসামিরা জানায়,পলাতক মহিলা সহযোগী হামিদা আক্তারের (৩৫) কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে তারা গাজীপুরে নেওয়ার উদ্দেশ্যে পরিবহন করছিল। ঘটনাস্থলেই তিনজনকে গ্রেফতার করা হয় এবং পলাতক আসামির বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow