গাজীপুরে পানি পান করে কারখানাযর অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

3 months ago 40
গাজীপুরে রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেল নামের একটি কারখানায় পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।  এ ঘটনায় রোববার (০১ জুন) সাইনবোর্ড এলাকার ওই কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের সাইনবোর্ড এলাকায় রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেল কারখানায় সকালে শ্রমিকরা কাজে যোগদান করেন। বেলা ১১টার দিকে শ্রমিকরা পানি পান করে অসুস্থ বোধ করলে তাদের স্থানীয় তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গাজীপুর শিল্পাঞ্চল-২ এর  পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, চিকিৎসার পর শ্রমিকরা এখন বেশিরভাগ সুস্থ। অপ্রীতিকর ঘটনা এড়াতে   কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়েছে।
Read Entire Article