গাজীপুরে পুলিশ পরিচয়ে গুদামের মালামাল লুটের চেষ্টা

1 day ago 6

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ পরিচয়ে গুদামের মালামাল লুটের সময় চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় উপজেলার ঠাকুরপাড়া এলাকায় আলেশা মার্টের গোডাউনের মালামাল লুটের সময় তাদের আটক করে পুলিশে দেওয়া হয়। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, উপজেলার ঠাকুরপাড়া এলাকার আক্কেল আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৮), নেত্রকোনার সফিউদ্দিনের ছেলে সাইফুল উদ্দিন (৪০), পুরানা পল্টন এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে ফেরদৌস আহম্মেদ (২৯), উপজেলার ভান্নারা এলাকার সোনামিয়ার ছেলে তুষার মিয়া (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকায় আলেশা মার্টের গোডাউনে পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন দুর্বৃত্ত ৭টি পিকআপ নিয়ে প্রবেশ করে। পরে গোডাউনের বিভিন্ন মালামাল পিকআপে তোলার সময় স্থানীয় লোকজন তাদের মধ্যে চারজনকে আটক করে। খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির টহল দল গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, পুলিশ পরিচয়ে তারা আলেশা মার্টে প্রবেশ করে মালামাল লুটের চেষ্টা চালায়। আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Read Entire Article