গাজীপুরে বাসচাপায় নওগাঁর ডিবির ওসি নিহত

1 hour ago 4
গাজীপুরে পুলিশ লাইন্সের সামনে রাস্তা পারাপারের সময় বাসচাপায় ডিবি পুলিশের এক ওসির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওসির স্ত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গাজীপুর জেলা পুলিশ লাইনের সামনে তিন সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ওসির নাম মোস্তাফিজুর রহমান। তিনি নওগাঁ জেলা ডিবি পুলিশে কর্মরত ছিলেন।  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ওসি মোস্তাফিজ হাসান সড়কের পাশে প্রাইভেটকারটি রেখে তার স্ত্রী লতিফা জেসমিনসহ পুলিশ লাইনে প্রবেশ করেন। পরে রাস্তা পার হওয়ার সময় শিববাড়ি থেকে কাপাসিয়া গামী ‘পথের সাথী’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। পুলিশ ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোস্তাফিজ হাসানকে মৃত ঘোষণা করেন।  তিনি জানান, গুরুতর আহত লতিফা জেসমিনকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসের চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Read Entire Article