গাজীপুরের শ্রীপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুলাল মিয়া (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতা বস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুলাল মিয়ার আত্মীয় শাহীন জাগো নিউজকে বলেন, আমরা খবর পেয়ে শ্রীপুর এলাকায় ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আছে। রিকশাটির পাশে দুলাল মিয়া পড়ে ছিলেন। দ্রুত তাকে উদ্ধার করে প্রথম স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই, সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুলাল মিয়া সুনামগঞ্জ জেলার ধিরাই থানার তলবাউয়া গ্রামের আব্দুল মন্নানের ছেলে। গাজীপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ শাহবাগ থানা পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
কাজী আল-আমিন/এমএএইচ/জেআইএম