গাজীপুরে মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ সম্মেলন, প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার হোতাপাড়া সাংবাদিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে হেলেনা আক্তার সাংবাদিকদের জানান, ভবানীপুর মৌজার মাইজপাড়া সাকিনস্থ এস.এ ২৯১, আর.এস ২ নং খতিয়ানভুক্ত সি.এস ও এস.এ ১৪২৪, আর.এস ৮৩০০ দাগের ৩৫ শতাংশ সম্পত্তি পৈত্রিক সূত্রে মালিকানা লাভ করিয়া দীর্ঘদিন ভোগ করে আসছি। স্থানীয় সাইফুল ইসলাম ও তার সহযোগী মোঃ সাইফুল দীর্ঘদিন যাবত ওই জমি খাস দাবি করে নিজেদের দখলে নিতে প্রচেষ্টা চালায় এবং বিভিন্ন সময়ে ভুক্তভোগীর পরিবারের উপর আক্রমণ করেন এবং চাঁদা দাবি করেন। পরে তারা কোনভাবেই জমি অবৈধ দখল করতে না পেরে দূরভিসন্ধি করে সাংবাদিকদের ভুল বুঝিয়ে গত ২১ জানুয়ারি সংবাদ সম্মেলন করে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে মানহানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে আমাকে জমি জবর দখলকারী উল্লেখ করে এবং আমি রাজনৈতিক দলের প্রভাব বিস্তার করেছি বলে অভিযোগ করেন যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমি আপনাদের মাধ্যমে এর
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার হোতাপাড়া সাংবাদিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে হেলেনা আক্তার সাংবাদিকদের জানান, ভবানীপুর মৌজার মাইজপাড়া সাকিনস্থ এস.এ ২৯১, আর.এস ২ নং খতিয়ানভুক্ত সি.এস ও এস.এ ১৪২৪, আর.এস ৮৩০০ দাগের ৩৫ শতাংশ সম্পত্তি পৈত্রিক সূত্রে মালিকানা লাভ করিয়া দীর্ঘদিন ভোগ করে আসছি।
স্থানীয় সাইফুল ইসলাম ও তার সহযোগী মোঃ সাইফুল দীর্ঘদিন যাবত ওই জমি খাস দাবি করে নিজেদের দখলে নিতে প্রচেষ্টা চালায় এবং বিভিন্ন সময়ে ভুক্তভোগীর পরিবারের উপর আক্রমণ করেন এবং চাঁদা দাবি করেন। পরে তারা কোনভাবেই জমি অবৈধ দখল করতে না পেরে দূরভিসন্ধি করে সাংবাদিকদের ভুল বুঝিয়ে গত ২১ জানুয়ারি সংবাদ সম্মেলন করে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে মানহানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে আমাকে জমি জবর দখলকারী উল্লেখ করে এবং আমি রাজনৈতিক দলের প্রভাব বিস্তার করেছি বলে অভিযোগ করেন যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমি আপনাদের মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তারা গতকালকে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে সন্ধ্যায় আমার বসতবাড়িতে পাঁচ ছয় জন সন্ত্রাসী নিয়ে আমার বাড়ি দখলের জন্য হামলা করেন। এতে আমি সহ আমার পরিবারের অন্যান্য সদস্যরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেই। এই ঘটনায় জয়দেবপুর থানায় আমি অভিযোগ দাখিল করি।
আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট উক্ত ঘটনার শান্তিপূর্ণ সমাধান ও সঠিক বিচার দাবি করছি এবং যেকোন সময় তারা আমি সহ আমার পরিবারের লোকজনকে যেকোনো সময় গুম খুন করতে পারেন। আমি প্রশাসনের নিকট আমার নিরাপত্তার দাবি জানাচ্ছি।
What's Your Reaction?