গাজীপুরে লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকে ট্রেনের ধাক্কা

3 months ago 9

গাজীপুর মহানগরীর মীরের বাজার এলাকায় বিকল হয়ে লেভেল ক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়েছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেন।

শনিবার (৩১ মে) সন্ধ্যায় টঙ্গী-চট্টগ্রাম রেল লাইনে এ ঘটনাটি ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, ঢাকা থেকে তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়‌। একপর্যায়ে ট্রেনটি গাজীপুর মহানগরের মীরের বাজার এলাকায় পৌঁছালে আগে থেকেই বিকল হয়ে লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়।

এতে ট্রাকটি রেললাইন থেকে ছিটকে দূরে সরে যায়। ঘটনার আগে চালক ট্রাক থেকে নেমে যান।

আমিনুল ইসলাম/এমকেআর

Read Entire Article