গাজীপুরে শিক্ষক পিটিয়ে বহিষ্কৃত সেই যুবদল নেতা

2 days ago 4

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় শিক্ষককে ধরে এনে মারধরের ঘটনায় গাজীপুর জেলা যুবদলের এক নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাতেই তাকে বহিষ্কারের পত্র দিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

অপরদিকে ওই ঘটনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক বশির উদ্দিনের স্ত্রী সিফাত-ই মনোয়ার বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার বঙ্গবন্ধু সরকারি বিদ্যালয়ের অফিস কক্ষে বসির উদ্দিন ও প্রধান শিক্ষক আনন্দ কুমার সাহা গল্প করছিলেন। এসময় কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ, যুবদল কর্মী রাকিব হাসানসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করেন। পরে সহকারী শিক্ষক বসির উদ্দিনকে জোর করে ধরে বিদ্যালয়ের প্রধান ফটকে নিয়ে যান। সেখানে তাকে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক যুবদল নেতা রাশেদুল ইসলাম ওরফে রনির নেতৃত্বে ১০-১২ জন যুবদল কর্মী এলোপাতাড়ি মারধর করেন। এসময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রিজভী আহামেদ রক্ষা করতে গেলে তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করেন হামলাকারীরা। পরে বিদ্যালয়ের দপ্তরিসহ আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ওই ঘটনায় রাতেই শিক্ষক বশির উদ্দিনের স্ত্রী সিফাত-ই মনোয়ার বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেছেন। মামলায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই পত্রে লেখা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনিকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নিবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান বলেন, তাৎক্ষণিকভাবে দলের সিদ্ধান্তে রাশেদুলকে বহিষ্কার করা হয়েছে। অন্যদের বিরুদ্ধেও গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জামিল হোসেন বলেন, শিক্ষককে মারধরের ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

Read Entire Article