গাজীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যা, আরও একজন গ্রেফতার

2 months ago 8

গাজীপুরের কোনাবাড়ীতে চোর সন্দেহে পোশাক শ্রমিক হৃদয়কে (১৯) পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার নাম বেল্লাল হোসেন বেলাল (৪৩)। তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার পাটাগ্রামের লোকমান হোসেনের ছেলে। গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেডের নিরাপত্তা প্রহরী ছিলেন। এ নিয়ে হৃদয় হত্যার ঘটনায় গ্রেফতার হলেন তিনজন।

র‍্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার কে এম এ মামুন খান চিশতী জানান, ২৭ জুন রাত ৮টা থেকে ২৮ জুন বিকেল সাড়ে ৪টার মধ্যবর্তী যে কোনো সময় গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানার ভেতরে অজ্ঞাতনামা আসামিদের নিয়ে হৃদয়কে চোর সন্দেহে হাত-পা বেঁধে মারপিট করে হত্যা করেন বেল্লাল। মৃত্যুর রহস্য গোপন রাখার উদ্দেশ্যে নিহতের পরিবারকে না জানিয়ে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত হৃদয় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শুকতারবাইদ গ্রামের মৃত কাজীমদ্দীনের ছেলে। তিনি গ্রিনল্যান্ড কারখানায় ডাইং সেকশনের মেকানিক্যাল মিস্ত্রী হিসেবে অস্থায়ীভাবে কাজ করতেন।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/এএসএম

Read Entire Article