গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

2 weeks ago 14

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে আড়াই ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেন তারা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হারডি নামের কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে। এতে চন্দ্রা-নবীনগর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা পশ্চিমপাড়া এলাকায় একটি ভবন ভাড়া নিয়ে টু এক্সেল লিমিটেড নামে একটি কারখানা পরিচালিত হয়। নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ী হারডি অ্যাসোসিয়েট নামে তৈরি পোশাক কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে ভাড়া নিয়ে টু এক্সেল নাম দিয়ে পোশাক তৈরি করেন। ওই কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। গত নভেম্বর ও চলতি মাসের বেতনের দাবিতে কয়েক দিন ধরেই শ্রমিকরা কারখানার ভেতর বিক্ষোভ করছিলেন। একই দাবিতে গত মঙ্গলবার সন্ধ্যায় ওই কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। দাবি আদায় না হওয়ায় বৃহস্পতিবার ফের সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

নাওজোড় হাইওয়ে থানার ওসি মো. রইস উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে দুই মাসের বেতনের দাবিতে চন্দ্রায় হারডি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় গাড়িগুলোকে ডাইভারশন করে পার করা হয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ- ২ এর পুলিশ সুপার মিজানুর রহমান কালবেলাকে বলেন, কারখানার শ্রমিকরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন। পরে আলোচনার মাধ্যমে বেতন দেওয়ার আশ্বাস পেয়ে আড়াই ঘণ্টা পর শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেন।

Read Entire Article