গান বাংলার তাপস-মুন্নীসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

1 month ago 11
ফিল্মী কায়দায় অস্ত্রের মুখে মারধর করে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র মালিকানা লিখে নেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নীসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সৈয়দ শামস উদ্দিন আহমেদ নামক এক ব্যবসায়ী।  ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালতে গত ২৫ নভেম্বর মামলাটির আবেদন করেন সৈয়দ শামস উদ্দিন আহমেদ। পরবর্তীতে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রাজধানীর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন। শুক্রবার (৬ ডিসেম্বর) আদালত সূত্রে মামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মামলার এজহার নামীয় অন্য আসামিরা হলেন- রবি শংকর মৈত্রী, এম. আমানুল্লাহ খান ওরফে চঞ্চল খান এবং সৈয়দ নাবিল আশরাফ। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ গত ৪ নভেম্বর এ মামলায় তাপসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন। আগামী ৯ ডিসেম্বর তাপসের উপস্থিতিতে আদালতে গ্রেপ্তারের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। ২০১১ সালের ২২ ডিসেম্বর কৌশিক হোসেন তাপস, ফারজানা মুন্নী, সৈয়দ নাবিল আশরাফসহ অজ্ঞাত ৪/৫ জন কোশিক হোসেন তাপস ও সৈয়দ নাবিল আশরাফের হাতে থাকা অস্ত্রের ভয় দেখিয়ে ফিল্মি কায়দায় সব আসামির সহযোগিতায় সৈয়দ শামস উদ্দিন আহমেদ ও মো. বদরুদ্দোজা সাগরকে কাগজপত্রে স্বাক্ষর করতে বাধ্য করেন। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলায় গত ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হন তাপস। এ মামলায় রিমান্ড শেষে কারাগারে রয়েছেন তিনি।
Read Entire Article