গানের তালে তালে হাসপাতালে ৫ নার্সের নাচের ভিডিও ভাইরাল

2 months ago 23
গানের তালে তালে নাচছেন একদল নার্স। সে নাচের তালে তাল পড়ছে ডান্ডিয়ার কাঠিতেও। সম্প্রতি এমন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।  শনিবার (১৪ ডিসেম্বর) ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি সরকারি হাসপাতালে শুক্রবার (১৩ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে। ক্রিসমাস উদযাপনের প্রস্তুতি হিসেবে নাচছিলেন তারা। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।  ভিডিওতে দেখা যায়, হাসপাতালের একটি কক্ষে পাঁচ নার্স সরকারি পোশাকেই নাচ অনশীলন করছেন। তাদের শেখাচ্ছেন আরেক মহিলা। গানের তালে তালে নাচছেন তারা।  ভিডিওটি প্রকাশ্যে আসতেই এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। নানা মহলে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যম জানিয়েছে, হাসপাতালের এক কর্মকর্তা তাদের নাচের অনুমতি দিয়েছিলেন। যেখানে তারা নাচছিলেন তার সামনে রোগীদের থাকার জায়গা ছিল।  প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া জেলা প্রশাসকও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।   
Read Entire Article