আঞ্চলিক সাংস্কৃতিক সংহতি অনুষ্ঠানে অংশ নিতে গানের দল ‘সমগীত’ গেল ব্যাংকক এবং ম্যানিলা সফরে। ‘ফোকাস অন দ্য গ্লোবাল সাউথ’ এর ৩০তম বর্ষপূর্তি এবং ‘এশিয়ান সাংস্কৃতিক সংহতি' বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবে দলটি।
‘সমগীত’ এর পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (২১ সেপ্টেম্বর) দেশ ছেড়েছে দলটি। এই সফরে দলের ছয় সদস্য অংশ নিয়েছেন। তারা হলেন- অমল আকাশ, বীথি ঘোষ, অর্ক সুমন,... বিস্তারিত