গার্মেন্টস কর্মীদের টিসিবির স্মার্ট কার্ড দেওয়ার সুপারিশ

3 months ago 47

গার্মেন্টস কর্মীদের জন্য টিসিবির স্মার্ট কার্ড প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (৩০ মে) কমিটির দ্বিতীয় বৈঠক সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম( টিটু), মুহাম্মদ শাহজাহান ওমর, মাহমুদ হাসান সুমন ও বেদৌরা আহমেদ সালাম অংশগ্রহণ করেন।

বৈঠকে টিসিবি ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গার্মেন্টস কর্মীদের জন্য টিসিবির স্মার্ট কার্ড প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্য মনিটরিং করা, আলু সংগ্রহ ও সংরক্ষণে পদক্ষেপ এবং পেঁয়াজ আমদানির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটি রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে ম্যানমেইড ফাইবার পোশাক তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে।

আইএইচআর/এমএইচআর/জেআইএম

Read Entire Article