গার্মেন্টসের চিত্র: অক্টোবরে বেতন পরিশোধ ৯৬.৬৬ শতাংশের

1 month ago 21

রাজধানীসহ সারাদেশে সোমবার (২৫ নভেম্বর) শতকরা ৯৯.৯৫ শতাংশ গার্মেন্ট প্রতিষ্ঠান খোলা রয়েছে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এর তথ্যানুসারে সারাদেশের সর্বমোট ২ হাজার ৯৩টি সক্রিয় কারখানার মধ্যে ২ হাজার ৯২টি কার্যক্রম চলছে। কারখানা খোলা রাখার পর কাজ বন্ধ, সবেতনে ছুটি বা শ্রমিকরা চলে গেছে একটি গার্মেন্টসের।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে। বিজিএমইএর বরাত দিয়ে সূত্র জানায়, অক্টোবর মাসে ২ হাজার ২৩টি গার্মেন্টস বেতন (৯৬ দশমিক ৬৬ শতাংশ) পরিশোধ করেছে। ৭০টি গার্মেন্টসে অক্টোবর মাসের বেতন (৩ দশমিক ৩৪ শতাংশ) পরিশোধ করেনি। তন্মধ্যে ঢাকা ৬০টি ও চট্টগ্রাম ১০টি গার্মেন্টস রয়েছে। এছাড়া একটি গার্মেন্টস সেপ্টেম্বর মাসের বেতন (০.০৪ শতাংশ) পরিশোধ করেনি।

রাজধানীসহ সারা দেশের সর্বমোট ২০৯৩টি কারখানার মধ্যে গাজীপুর ও ময়মনসিংহ এলাকায় ৮৭০টি সাভার আশুলিয়া ও জিরানিয়া এলাকায় ৪০১টি নারায়ণগঞ্জ এলাকায় ১৮৯টি ডিএমপি এলাকায় ৩০০টি এবং চট্টগ্রাম এলাকায় ৩২৯টি গার্মেন্টসের সবগুলো খোলা রয়েছে।

এমইউ/এমআরএম/জিকেএস

Read Entire Article