গালি দিলে দিতে হবে জরিমানা

3 hours ago 5
কোনো পরিস্থিতিতেই গালি দেওয়া যাবে না। দিলেই দিতে হবে জরিমানা। এমন বিধান জারি করেছে ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামের বাসিন্দারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শুক্রবারের (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে বলা হয়, সৌন্দালা গ্রামের বাসিন্দারা সিদ্ধান্ত নিয়েছেন- হোক ঝগড়া বা ভালোবাসা প্রকাশে; কোনো পরিস্থিতিতেই গালি বা খারাপ শব্দের ব্যবহার করা যাবে না। কেউ অস্বস্তিকর শব্দগুলো কারও উদ্দেশে ব্যবহার করলে তাকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। গ্রামের গণমান্য ব্যক্তি সরপঞ্চ শরদ আরগাদে বলেন, বৃহস্পতিবার অহিলিয়ানগর জেলার নেভাসা তহসিলের গ্রামটির গ্রামসভায় ওই সিদ্ধান্ত হয়েছে। নারীদের মর্যাদা এবং আত্মসম্মান রক্ষা করার জন্য অশ্লীল ভাষার বিরুদ্ধে প্রস্তাবটি পাস হয়। আরগদে বলেন, যিনি প্রস্তাবটি উত্থাপন করেছেন তিনি বলেছেন- গ্রামে তর্কের সময় মা এবং বোনদের লক্ষ্য করে খারাপ বাক্য ব্যবহার করা হয়। যারা এই ধরনের ভাষা ব্যবহার করে তারা ভুলে যায় যে- তারা মা-বোনের নামে যা বলে তা তাদের পরিবারের নারী সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা অশ্লীলতা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি এবং যারা খারাপ শব্দ ব্যবহার করে তাদের কাছ থেকে ৫০০ রুপি জরিমানা আদায় করা হবে।  এর মাধ্যমে নারীদের সম্মান বাড়বে। এভাবে গ্রামের মর্যাদাও বাড়বে বলে মনে করেন গ্রামসভার গণ্যমান্যরা। 
Read Entire Article