খুলনার সরকারি বিএল কলেজে শেখ মুজিবের ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের খেলার মাঠের পাশে ম্যুরাল ভেঙে ফেলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের সময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় মুজিববাদের ঠাঁই নাই, জ্বালো-জ্বালো আগুন জ্বালো, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, মুজিববাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ সহ বিভিন্ন স্লোগান দেন।
বিএল কলেজের শিক্ষার্থী খান ইবনে ফায়জুল ধ্রুব বলেন, ’৭১ এর আগের এবং পরের শেখ মুজিব সম্পূর্ণ আলাদা ব্যক্তি। দেশের মানুষের ভালোবাসার জায়গা সে ধরে রাখতে পারেনি। আবার তার কন্যা শেখ হাসিনা সাধারণ ছাত্র-জনতা হত্যার মাধ্যমে জনগণের মন থেকে উঠে গেছে।
তিনি আরও বলেন, আমাদের ভাইদের রক্তের দাগ শুকায়নি, অথচ খুনি হাসিনা প্রকাশ্যে ভাষণ দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে! ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া শেকড় বিএল কলেজে থেকে সম্পূর্ণ উপড়ে ফেলতে আমরা এই আন্দোলনে নেমেছি।
রাকিব হোসেন নামে আরেক শিক্ষার্থী বলেন, দেশে ফ্যাসিবাদীদের যা কিছু আছে সব ভেঙে দেওয়া উচিত। যাতে পরবর্তীতে কেউ ফ্যাসিবাদী আচার-আচরণ করতে ভয় পায়। তাই সারা দেশের মতো খুলনার বিএল কলেজেও আজ দুপুরে শেখ মুজিবের ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে।