গাইবান্ধা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ ছাড়া ভাঙচুর করা হয়েছে বঙ্গবন্ধুর ম্যুরাল, বিভিন্ন ভবনে থাকা নামফলক ও জেলা যুবলীগ নেতার বাসা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ছাত্র-জনতা জড়ো হয়ে শহরের ১ নম্বর রেলগেট এলাকার দলীয় কার্যালয়ে ভাঙচুর শুরু করে। এরপর এক ঘণ্টারও বেশি সময় ধরে বুলডোজার দিয়ে টিন ও ইটের দেয়ালের কার্যালয়টি সম্পূর্ণ গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়াও হয়। এ সময় বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
পরে রাত সাড়ে ১০টার দিকে ছাত্র-জনতা মিছিল করে শহরের থানাপাড়া এলাকায় অবস্থান নেয়। সেখানে ইট-পাটকেল নিক্ষেপসহ ভাঙচুর চালানো হয় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিবের বাসার গেট ও ভবনের বিভিন্ন জানালার গ্লাস।
এর আগে, বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ভবনের বিভিন্ন স্থানে থাকা নামফলক ভাঙচুর করে তারা।
এ সময় তারা বলেন, সারা দেশে বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়, বঙ্গবন্ধুর ম্যুরাল ও ভবনে থাকা নামফলক গুড়িয়ে দিচ্ছেন ছাত্র-জনতা।
তারা আরও বলেন, যারা বিগত ১৬ বছর ধরে মানুষের ওপর জুলুম নির্যাতন করেছে, এ দেশের অর্থ পাচার করেছে, গুম করেছে, নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদের ঠাঁই এ বাংলাদেশের আর হবে না। এজন্য তাদের অপকর্মের যেসব স্থাপনা রয়েছে সেগুলোর সকল অস্তিত্ব মুছে ফেলা হবে। কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না।