গুগল আপনার কোন কোন তথ্য চুরি করছে জানেন?

প্রযুক্তির কল্যাণে জীবন এখন অনেকটাই সহজ। স্মার্টফোনে একবার ট্যাপ করলেই মিলছে প্রয়োজনীয় তথ্য, গন্তব্যের দিশা বা পছন্দের খাবার। বিশেষ করে করোনা পরবর্তী সময়ে তরুণ প্রজন্মের বড় অংশই দিনের উল্লেখযোগ্য সময় কাটাচ্ছে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। আট থেকে আশি সব বয়সের মানুষই এখন গুগলনির্ভর। জি-মেইল, গুগল অ্যাপ, ইউটিউব কিংবা প্লে স্টোর এই পরিষেবাগুলো আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে এই সুবিধার আড়ালেই রয়েছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা অজান্তেই কতটা ব্যক্তিগত তথ্য গুগলের হাতে তুলে দিচ্ছি? ভালো খবর হলো, চাইলে এখন খুব সহজেই জানা যাবে গুগলের কাছে ঠিক কোন কোন তথ্য জমা আছে। আপনার ফোনে যদি লোকেশন চালু থাকে, তাহলে কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন সেই তথ্য গুগলের কাছে পৌঁছাতে পারে। শুধু তাই নয়, সার্চ ইঞ্জিন বা ইউটিউবে আপনি কী খুঁজছেন, কোন ভিডিও দেখছেন, তারও পূর্ণাঙ্গ ইতিহাস সংরক্ষণ করা হয়। অনেকেই আবার ভয়েস সার্চ ব্যবহার করেন সেখান থেকেও আপনার অ্যাপ ব্যবহারের ধরন সম্পর্কে ধারণা পায় গুগল। তবে এবার এই সবকিছুর উপর নজর রাখার সুযোগ পাচ্ছেন আপনি নিজেই। গুগলের কাছে কী কী তথ্য সেভ আছ

গুগল আপনার কোন কোন তথ্য চুরি করছে জানেন?

প্রযুক্তির কল্যাণে জীবন এখন অনেকটাই সহজ। স্মার্টফোনে একবার ট্যাপ করলেই মিলছে প্রয়োজনীয় তথ্য, গন্তব্যের দিশা বা পছন্দের খাবার। বিশেষ করে করোনা পরবর্তী সময়ে তরুণ প্রজন্মের বড় অংশই দিনের উল্লেখযোগ্য সময় কাটাচ্ছে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। আট থেকে আশি সব বয়সের মানুষই এখন গুগলনির্ভর।

জি-মেইল, গুগল অ্যাপ, ইউটিউব কিংবা প্লে স্টোর এই পরিষেবাগুলো আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে এই সুবিধার আড়ালেই রয়েছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা অজান্তেই কতটা ব্যক্তিগত তথ্য গুগলের হাতে তুলে দিচ্ছি? ভালো খবর হলো, চাইলে এখন খুব সহজেই জানা যাবে গুগলের কাছে ঠিক কোন কোন তথ্য জমা আছে।

আপনার ফোনে যদি লোকেশন চালু থাকে, তাহলে কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন সেই তথ্য গুগলের কাছে পৌঁছাতে পারে। শুধু তাই নয়, সার্চ ইঞ্জিন বা ইউটিউবে আপনি কী খুঁজছেন, কোন ভিডিও দেখছেন, তারও পূর্ণাঙ্গ ইতিহাস সংরক্ষণ করা হয়। অনেকেই আবার ভয়েস সার্চ ব্যবহার করেন সেখান থেকেও আপনার অ্যাপ ব্যবহারের ধরন সম্পর্কে ধারণা পায় গুগল। তবে এবার এই সবকিছুর উপর নজর রাখার সুযোগ পাচ্ছেন আপনি নিজেই।

গুগলের কাছে কী কী তথ্য সেভ আছে, জানবেন যেভাবে-
১. প্রথমে আপনার স্মার্টফোনের সেটিংস অপশনে যান।
২. সেখান থেকে গুগলে ট্যাপ করে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নির্বাচন করুন।
৩. এরপর ডাটা অ্যান্ড প্রাইভেসি সেকশনে প্রবেশ করুন।
৪. এই অংশে গেলে দেখতে পাবেন, কোন কোন ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারের তথ্য গুগল সংরক্ষণ করছে।
৫. লোকেশন হিস্ট্রি চালু আছে কি না, সেটিও এখানেই জানা যাবে।

আরও বিস্তারিত জানতে চাইলে আলাদা আলাদা ক্যাটাগরিতে ঢুকে তথ্য যাচাই করতে পারবেন। অনেক ক্ষেত্রেই অ্যাপ বা লোকেশন ব্যবহারের সময় একাধিক ব্যক্তিগত অনুমতি দেওয়া হয়। সেখান থেকে ঠিক কোন তথ্য গুগল রেখে দিচ্ছে, তা নিজেই দেখে নেওয়া সম্ভব।

আরও পড়ুন
বন্ধ রাখুন ৩ সেটিংস, ব্যক্তিগত তথ্য জানবে না গুগল-ফেসবুক
ঘরে বসে আয় করার মেইল-মেসেজ পাচ্ছেন? সাবধান হোন এখনই

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow