গুগল ডুডলে নতুন বছর বরণ

2 weeks ago 18

বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। আজ গুগলের হোমপেজ খুললেই চোখে পড়ছে ছোট্ট জিআইএফ। যা নতুন বছরকে স্বাগত জানাতেই করা হয়েছে।

রাত ১২টায় নতুন বছরকে সবাই যে যার মতো করেই বরণ করে নিয়েছেন। পুরোনো সব দুঃখের স্মৃতি ভুলে, আনন্দের ক্ষণ সঙ্গে নিয়ে নতুন বছর শুরু করেছেন। গুগলও নতুন বছরকে স্বাগত জানাতে ডুডল প্রকাশ করেছে। যাতে উজ্জ্বল এবং চকচকে অক্ষরে ‘গুগল’ শব্দটি লেখা হয়েছে এবং ২০২৫ সালকে একটি তারার মধ্যে সেট করা হয়েছে।

ডুডলে ক্লিক করলেই স্টার প্রতীকে ২৫ লেখাটি নড়েচড়ে উঠছে। বিশেষ ডুডলটি এরইমধ্যে নজর কেড়েছে নেটিজেনদের। শান্ত এবং নীল পটভূমিতে এই ডুডলটি তৈরি করেছে গুগল, যাতে একটি উজ্জ্বল নক্ষত্রে রূপান্তরিত হয়েছে গুগল। ডুডলটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট তারা, যা আরও বিস্ময় এবং উত্তেজনার অনুভূতি তৈরি করেছে।

গুগল একটি অ্যানিমেটেড ডুডল দিয়ে শুরু করেছে নববর্ষ। নকশাটিতে কালো আকাশের বিপরীতে মোটা অক্ষরে গুগল শব্দটি রয়েছে, যেখানে ‘ও’-এর জায়গায় একটি ঘড়ির কাঁটা মধ্যরাতের দিকে টিক টিক করছে। নববর্ষ উদযাপন ঐতিহ্যগতভাবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে শুরু হয় এবং ধীরে ধীরে পশ্চিম দিকে চলে যায়, তারপর আমেরিকান সামোয়া দ্বীপপুঞ্জে শেষ হয় নববর্ষ।

এই ডুডলটি নতুন বছরের আগমনকে চিহ্নিত করার পাশাপাশি ২০২৫ সালে বিদ্যমান অন্তহীন সম্ভাবনা এবং আকাঙ্ক্ষাগুলোর একটি চাক্ষুষ অনুস্মারক হিসেবেও কাজ করেছে। গত বছরও ২০২৪ সালকে বরণ করে নিতে বিশেষ ডুডল তৈরি করেছিল বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনটি।

বিশেষ দিন উপলক্ষে হামেশাই নতুন রকমের ডুডল প্রকাশ করে গুগল। এখনও পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি ডুডল বানানো হয়েছে গুগলের পক্ষ থেকে। প্রথমবারের বিশেষ ডুডল প্রকাশিত হয় ১৯৯৮ সালের ৩০ আগস্ট। তবে একেবারে নতুন রূপে বিশেষ ডুডল তৈরি শুরু হয় ২০০৫ থেকে। ২০১০ সাল থেকে গুগল ডুডলে ছোট ছোট গেম খেলারও প্রচলন শুরু হয়। তারপর থেকে যত দিন এগিয়েছে ততই নতুনভাবে আত্মপ্রকাশ করেছে এই বিশেষ ডুডল।

কেএসকে/জেআইএম

Read Entire Article