গুগল একাধিক স্মার্টফোন আনলো বাজারে। পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড রয়েছে সেই তালিকায়। পিক্সেল ১০ প্রো ফোল্ড স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার গ্রাহকদের আরও বেশি আকর্ষণ করছে। এই স্মার্টফোন নিয়ে মোবাইল প্রেমীদের মধ্যে আগ্রহ চরমে ছিল এতদিন।
নতুন এই ফোল্ডেবল ফোনে রয়েছে গুগল টেনসর জি৫ প্রসেসর এবং টেনসর এম২ সিকিউরিটি চিপ। এতে আছে ৬.৩ ইঞ্চির অ্যাকচুয়া ওএলইডি ডিসপ্লে। অন্যদিকে একটি ফোল্ডেবল ফোন এনেছে গুগল। যার বাইরের ডিসপ্লে ৬.৪ ইঞ্চি, আর ভেতরের ডিসপ্লে ৮ ইঞ্চি সুপার অ্যাকচুয়া ফ্লেক্স ওএলইডি, যা সর্বোচ্চ ৩,০০০ নিট উজ্জ্বলতা দিতে পারে।
ব্যাটারির ধারণক্ষমতা ৫০১৫ এমএএইচ, এবং মাত্র ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ নেওয়া সম্ভব। এতে রয়েছে Qi2 ওয়্যারলেস চার্জিং সুবিধা। ডিসপ্লের ভাঁজ করার প্রযুক্তি আরও মজবুত ও উন্নত করা হয়েছে। ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার সমৃদ্ধ – জেমিনি লাইভ, ম্যাজিক কিউ, অ্যাড মি, বেস্ট টেক, ক্যামেরা কোচ সবই এতে রয়েছে।
এর স্মার্টফোনের ক্যামেরা নিয়েই সবার আগ্রহ সবচেয়ে বেশি। পিক্সেল ১০ প্রো ফোল্ড স্মার্টফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এর প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। সেই সঙ্গে রয়েছে ১০.৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১০.৮ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। এর ফ্রন্ট ক্যামেরা হবে ১০ মেগাপিক্সেলের। এই ফোনের মাধ্যমে ৪কে ভিডিও রেকর্ডিংও করা যাবে।
র্যাম হিসেবে পাওয়া যাবে ১২ গিগাবাইট, স্টোরেজ থাকবে ১২৮ গিগাবাইট ও ২৫৬ গিগাবাইট অপশন। ফোল্ডেবল ফোনে থাকবে ১৬ জিবির র্যাম। ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১টিবি-এই তিন ধরনের ইন্টারনাল স্টোরেজের সুবিধা থাকবে। ইন্টারনাল স্টোরেজের পরিমাণ অনুযায়ী দামেরও তফাত হবে। অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম থাকবে এই ফোনে। ৭ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট, সিকিউরিটি আপডেটের সুবিধা মিলবে এই ফোনে।
গুগলের এআই ফিচারও ইনবিল্ড রয়েছে এই ফোনে। টেনসর জি৫ চিপ এবং জেমিনি ন্যানো এআই মডেলের সমন্বয়ে প্রতিটি ফিচার অন-ডিভাইসে দ্রুত, ব্যক্তিগতকৃত এবং নিরাপদভাবে কাজ করে।
এআই ফিচারের মধ্যে ম্যাজিক কিউ রয়েছে। যেটি আপনার বার্তালাপ ও ক্যালেন্ডার, জি-মেইল, ম্যাপস-এর মতো অ্যাপগুলো থেকে তথ্য চিনে উপযুক্ত তথ্য বা কাজে সুপারিশ করে। এছাড়া দেওয়া হয়েছে ক্যামেরা কোচ ফিচার। এটি ফোনের ক্যামেরায় একটি লাইভ এআই প্রশিক্ষক হিসেবে কাজ করে। যখন আপনি ছবি তুলতে চান, তখন এটি দৃশ্য বিশ্লেষণ করে এবং মোড, ফ্রেম, আলো, জায়গা নির্বাচন করার পরামর্শ দেবে।
এছাড়া পারফরম্যান্সের জন্য গুগল দিয়েছে নতুন টেনসর জি৫ চিপসেট, যা আরও দ্রুত, শক্তিশালী এবং এআই-অপ্টিমাইজড। ফোনটিতে থাকবে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম এবং গুগল প্রতিশ্রুতি দিয়েছে ৭ বছরের সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট।
বাংলাদেশে গুগল পিক্সেল ১০ এর দাম ১ লাখ থেকে শুরু হতে পারে, পিক্সেল ১০ প্রো ১ লাখ ৩০ হাজার, পিক্সেল ১০ প্রো এক্সএল ১ লাখ ৫০ হাজার, পিক্সেল ১০ প্রো ফোল্ডের দাম হতে পারে ২ লাখ ২০ হাজার। তবে বাজারে আসার পর দামে কিছুটা তারতম্য হতে পারে।
- আরও পড়ুন
- সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও
- অতিরিক্ত বা অপ্রয়োজনীয় সিমের রেজিস্ট্রেশন বাতিল করবেন যেভাবে
কেএসকে/এএসএম