গুচ্ছ ভর্তিতে বিশেষ সুবিধা পাবেন জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবার

5 months ago 14

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৫টা থেকে, যা চলবে ৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনকারীদের বিভাগ পছন্দক্রমসহ অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

ভর্তির নির্দেশনায় জানানো হয়, ‘জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সুবিধা (JASF)’-এর আওতায় গেজেটভুক্ত শহীদ ও আহতদের স্ত্রী, পুত্র-কন্যা এবং তাদের অনুপস্থিতিতে ভাই বা বোন এ বিশেষ সুবিধার আওতায় আসবেন।

এ বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, এটি একটি সরকারি প্রজ্ঞাপন। নির্দেশনা অনুযায়ীই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রজ্ঞাপনে ‘বিশেষ সুবিধা’ বলা হলেও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। অন্য বিশ্ববিদ্যালয়গুলোও একই নির্দেশনা অনুসরণ করছে। যেহেতু এটি সরকারি সিদ্ধান্ত, আমাদের তা মেনে চলতে হয়েছে।

তবে উপাচার্য জানান, ভবিষ্যতে যদি এই বিষয়ে নতুন কোনো নির্দেশনা আসে, তা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিটি আবেদনকারী নির্ধারিত শর্ত অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তিযোগ্য বিভাগে বিবেচিত হবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

বিশেষায়িত বিষয়গেুলো- যেমন- চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা, ফিল্ম অ্যান্ড মিডিয়া, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান। এসব বিষয়ের জন্য আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই। আবেদন ফর্মে পছন্দক্রমে বিষয়গুলো অন্তর্ভুক্ত করলেই হবে। তবে প্রতিটি বিশেষায়িত বিষয়ের জন্য অতিরিক্ত ৩০০ টাকা ফি প্রযোজ্য হবে।

বিশেষায়িত বিষয়ের ভর্তি পরীক্ষা এবং অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Read Entire Article