গুণীজনদের সংবর্ধনা দিল গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম

ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে সংগঠনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্থানীয় ১৫ জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দুপুরে গৌরীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. শাহজাহান কবির হীরার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে যাঁদের সংবর্ধনা দেওয়া হয় তারা হলেন— বিশিষ্ট চক্ষু চিকিৎসক একেএম মুকতাদির, ডা. আব্দুল মান্নান (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মন্ডল, আব্দুল হান্নান, জুলাই আন্দোলনে শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিব, বিপ্লব হাসান ও জুবায়ের আহমেদ-এর পরিবার, বিশিষ্ট লেখক আজম জহিরুল ইসলাম (মরণোত্তর), সাংবাদিক কাজী এম এ মোনায়েম (মরণোত্তর), গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক এম এ হাই, সাংবাদিক মো. রইছ উদ্দিন, হুমায়ুন কবির, শামীম খান, হলি সিয়াম শ্রাবণ এবং হারুন মিয়া। অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক

গুণীজনদের সংবর্ধনা দিল গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম

ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে সংগঠনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্থানীয় ১৫ জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দুপুরে গৌরীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. শাহজাহান কবির হীরার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে যাঁদের সংবর্ধনা দেওয়া হয় তারা হলেন— বিশিষ্ট চক্ষু চিকিৎসক একেএম মুকতাদির, ডা. আব্দুল মান্নান (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মন্ডল, আব্দুল হান্নান, জুলাই আন্দোলনে শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিব, বিপ্লব হাসান ও জুবায়ের আহমেদ-এর পরিবার, বিশিষ্ট লেখক আজম জহিরুল ইসলাম (মরণোত্তর), সাংবাদিক কাজী এম এ মোনায়েম (মরণোত্তর), গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক এম এ হাই, সাংবাদিক মো. রইছ উদ্দিন, হুমায়ুন কবির, শামীম খান, হলি সিয়াম শ্রাবণ এবং হারুন মিয়া।

অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মন্ডল, সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বদরুজ্জামান, সেক্রেটারি আবু ইউসুফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুল হক শামছু ও এস এম দুলাল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান আলী, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, এনসিপির ময়মনসিংহ জেলা শাখার সদস্য তারিক হোসেন, ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য দেন গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক এম এ হাই, সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি বেগ ফারুক আহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, গৌরীপুর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সদস্য সচিব হুমায়ুন কবির, সাংবাদিক কামাল উদ্দিন, শামীম খান, হলি সিয়াম শ্রাবণ, শহীদ যুবায়েরের পিতা আনোয়ার হোসেন, শহীদ বিপ্লবের পিতা বাবুল মিয়া, শহীদ রাকিবের পিতা আব্দুল হালিম এবং হারুন পাঠাগারের স্বত্বাধিকারী হারুন মিয়াসহ অনেকে। সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটা অনুষ্ঠান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow