গুদামে মজুত ছিল সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল

3 weeks ago 8

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।  

শুক্রবার (২২ আগস্ট) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় সংলগ্ন নৌকা ঘাট থেকে চালগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, উদ্ধার করা চালগুলো পার্শ্ববর্তী জালালপুর ইউনিয়ন পরিষদের অধীনে থাকা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের অবৈধভাবে বিক্রি করা চাল। চাল পরিবহনের নৌকার মালিক এবং এর সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের গ্রেপ্তার করলেই প্রকৃত রহস্য উদঘাটন হবে জানান স্থানীয়রা।

এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি ভর্তুকি মূল্যে দেওয়া চাল কিছু অসাধু ব্যক্তি ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে গুদামে মজুত করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, উদ্ধার চাল জব্দ করে সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. পরান বেপারীর জিম্মায় রাখা হয়েছে এবং এনায়েতপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযানে এনায়েতপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Read Entire Article