গুম-খুনের বিভীষিকাময় সময়ের অবসান হয়েছে: তারেক রহমান

গুম ও খুনের বিভীষিকাময় সময়ের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীতে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত পরিচয় ধারণ করেননি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও করবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যারা আপনজন হারিয়েছেন, তাদের পাশে বিএনপি সবসময় থাকবে বলে তিনি আশ্বাস দেন। তিনি বলেন, বিগত সরকারের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলা ছিল রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত। সে সময় নানাভাবে নির্যাতন ও নিপীড়নের শিকার হওয়া মানুষদের কষ্টের কথা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করে রাখা যাবে না। সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা জনগণ দেখেছে। তবে একটি দায়িত্বশীল রাজনৈতিক

গুম-খুনের বিভীষিকাময় সময়ের অবসান হয়েছে: তারেক রহমান

গুম ও খুনের বিভীষিকাময় সময়ের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীতে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত পরিচয় ধারণ করেননি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও করবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যারা আপনজন হারিয়েছেন, তাদের পাশে বিএনপি সবসময় থাকবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি বলেন, বিগত সরকারের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলা ছিল রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত। সে সময় নানাভাবে নির্যাতন ও নিপীড়নের শিকার হওয়া মানুষদের কষ্টের কথা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করে রাখা যাবে না। সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা জনগণ দেখেছে। তবে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্যের পরিচয় দেবে। তিনি জানান, জনগণের ম্যান্ডেটে বিএনপি ক্ষমতায় এলে গুম-খুনের শিকার শহীদদের স্মরণে সড়ক ও স্থাপনার নামকরণ করা হবে।

তারেক রহমান বলেন, কেউ কেউ নানা অজুহাতে গণতন্ত্রের পথ ব্যাহত করতে চায়। যারা গণতন্ত্রের অগ্রযাত্রা রুখে দিতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্রের পথ রুদ্ধ হলে তা শহীদদের প্রতি চরম অবিচার হবে বলেও তিনি সতর্ক করেন।

উল্লেখ্য, এই মতবিনিময় সভায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারের সদস্য ও স্বজনরা অংশ নেন। সভায় তারা তাদের ওপর সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামের দুটি সংগঠন যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow