গুরুতর অসুস্থ সংগীতশিল্পী তৌসিফ আহমেদ

হাসি-গান আর প্রাণবন্ত উপস্থিতিতে যিনি সবসময় ভরিয়ে রাখতেন মঞ্চ ও মন, সেই জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদের জীবনেই নেমে এলো গভীর শোকের ছায়া। হঠাৎ এক ভয়াবহ শারীরিক বিপর্যয়ে নিস্তব্ধ হয়ে গেল তার সুরের জগৎ— নিজ বাসায় অজ্ঞান হয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। রক্তাক্ত সেই মুহূর্তের পর চিকিৎসকদের পরীক্ষায় ধরা পড়ে আরও হৃদয়বিদারক খবর, স্ট্রোক করেছেন এই জনপ্রিয় শিল্পী। বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।  অসুস্থতার বিষয়ে তৌসিফ বলেন, গত ২৯ ডিসেম্বর হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাই। পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছি। মাথায় ২৭টি সেলাই লেগেছে। প্রথমে ধানমন্ডির সিটি হাসপাতালে, এরপর ইবনে সিনা হাসপাতালে আমাকে ভর্তি করা হয়। হাসপাতালে এক দিন লাইফ সাপোর্টে থাকা মানে প্রচুর খরচ। যে কারণে আগের চেয়ে একটু ভালো অনুভব করাতে বাসায় ফিরেছি। তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমি অসুস্থ। আগের মতো কাজ করতে পারছি না, যে কারণে চিকিৎসা খরচ ব্যয়বহুল হয়ে যাচ্ছে; যেটা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, এখন আগের চেয়ে ভালো আছি। তবে অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’ তৌসিফ জানান, এর আগে ২০২২ সা

গুরুতর অসুস্থ সংগীতশিল্পী তৌসিফ আহমেদ
হাসি-গান আর প্রাণবন্ত উপস্থিতিতে যিনি সবসময় ভরিয়ে রাখতেন মঞ্চ ও মন, সেই জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদের জীবনেই নেমে এলো গভীর শোকের ছায়া। হঠাৎ এক ভয়াবহ শারীরিক বিপর্যয়ে নিস্তব্ধ হয়ে গেল তার সুরের জগৎ— নিজ বাসায় অজ্ঞান হয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। রক্তাক্ত সেই মুহূর্তের পর চিকিৎসকদের পরীক্ষায় ধরা পড়ে আরও হৃদয়বিদারক খবর, স্ট্রোক করেছেন এই জনপ্রিয় শিল্পী। বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।  অসুস্থতার বিষয়ে তৌসিফ বলেন, গত ২৯ ডিসেম্বর হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাই। পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছি। মাথায় ২৭টি সেলাই লেগেছে। প্রথমে ধানমন্ডির সিটি হাসপাতালে, এরপর ইবনে সিনা হাসপাতালে আমাকে ভর্তি করা হয়। হাসপাতালে এক দিন লাইফ সাপোর্টে থাকা মানে প্রচুর খরচ। যে কারণে আগের চেয়ে একটু ভালো অনুভব করাতে বাসায় ফিরেছি। তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমি অসুস্থ। আগের মতো কাজ করতে পারছি না, যে কারণে চিকিৎসা খরচ ব্যয়বহুল হয়ে যাচ্ছে; যেটা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, এখন আগের চেয়ে ভালো আছি। তবে অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’ তৌসিফ জানান, এর আগে ২০২২ সালের এপ্রিলে হার্ট অ্যাটাক হয়েছিল তার। সে সময় রাজধানীর একটি হাসপাতালে ছয় ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাকে। এরপর ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করেন তিনি। এর পর থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসাতেই বিশ্রামে রয়েছেন এই গায়ক।  উল্লেখ্য, তৌসিফের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’ অন্যতম। গাওয়ার পাশাপাশি তিনি গান লেখেন, সুর ও সংগীতায়োজন করেন। তৌসিফের প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’ প্রকাশিত হয় ২০০৭ সালে। সুস্থ হয়ে আবারও গানে ফিরতে চান তৌসিফ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow