গুরুতর চোট পেয়েছেন শ্রদ্ধা কাপুর

মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের বায়োপিক ‘ঈথা’-র শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ভারতের গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, সিনেমার একটি নাচের দৃশ্য শুট করতে গিয়ে শ্রদ্ধার পায়ে গুরুতর চোট লাগে। এরপর শুটিং তখনই স্থগিত করা হয়। ঘনিষ্ঠ সূত্রের খবর, অভিনেত্রী লাভনি নৃত্যের সাজপোশাক পরে শুটিং করছিলেন। দ্রুত গতিতে নাচের সঙ্গে ভারী শাড়ি, প্রচুর গয়না এবং প্রায় ১৫ কেজি ওজনের কোমরবন্ধনীতে নাচতে গিয়ে কোমরবন্ধনী খুলে পড়ে এবং তার ফলে পায়ে চোট লাগে। ঘটনার পর শ্রদ্ধা দ্রুত মুম্বাই ফিরে আসেন, কিন্তু মুম্বাই ফিরেই বাকি শটের শুটিং চালিয়ে যাচ্ছেন। এদিকে অভিনেত্রীকে এই সময়ের জন্য আরও চাপের মধ্যে ফেলেছে তার ভাই সিদ্ধান্ত কাপুরের ২৫২ কোটির মাদক মামলায় নাম জড়ানো। ইতোমধ্যেই মুম্বাই পুলিশ তার ভাইকে তলব করেছে।

গুরুতর চোট পেয়েছেন শ্রদ্ধা কাপুর

মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের বায়োপিক ‘ঈথা’-র শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ভারতের গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, সিনেমার একটি নাচের দৃশ্য শুট করতে গিয়ে শ্রদ্ধার পায়ে গুরুতর চোট লাগে।

এরপর শুটিং তখনই স্থগিত করা হয়। ঘনিষ্ঠ সূত্রের খবর, অভিনেত্রী লাভনি নৃত্যের সাজপোশাক পরে শুটিং করছিলেন। দ্রুত গতিতে নাচের সঙ্গে ভারী শাড়ি, প্রচুর গয়না এবং প্রায় ১৫ কেজি ওজনের কোমরবন্ধনীতে নাচতে গিয়ে কোমরবন্ধনী খুলে পড়ে এবং তার ফলে পায়ে চোট লাগে।

ঘটনার পর শ্রদ্ধা দ্রুত মুম্বাই ফিরে আসেন, কিন্তু মুম্বাই ফিরেই বাকি শটের শুটিং চালিয়ে যাচ্ছেন।

এদিকে অভিনেত্রীকে এই সময়ের জন্য আরও চাপের মধ্যে ফেলেছে তার ভাই সিদ্ধান্ত কাপুরের ২৫২ কোটির মাদক মামলায় নাম জড়ানো। ইতোমধ্যেই মুম্বাই পুলিশ তার ভাইকে তলব করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow