গুরুতর রক্ত সংক্রমণে ভুগছেন রাজকুমারি  

17 hours ago 4

দুই বছরের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাইল্যান্ডের রাজার বড় মেয়ে রাজকুমারি বজ্রকিতিয়াভা মাহিদল গুরুতর রক্ত সংক্রমণে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) রাজপ্রাসাদ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপির।

২০২২ সালের ডিসেম্বরে রাজধানী ব্যাংককের উত্তরে নাখোন রাতচাসিমায় সামরিক কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন বজ্রকিতিয়াভা। তখন থেকেই তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছেন।

দুই বছরেরও বেশি সময় পর রাজপরিবারের পক্ষ থেকে দেওয়া এই আপডেটে বলা হয়, চিকিৎসকদের সহায়তায় মেডিকেল ডিভাইস ও ওষুধের মাধ্যমে রাজকুমারীর ফুসফুস ও কিডনি সচল রাখা হয়েছে।

রাজপ্রাসাদের বিবৃতিতে আরও জানানো হয়, গত ৯ আগস্ট তার শরীরে রক্ত চলাচলে গুরুতর সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে অ্যান্টিবায়োটিক ও অন্যান্য ওষুধের মাধ্যমে তার রক্তচাপ স্থিতিশীল রাখার চেষ্টা চলছে। চিকিৎসক দল রাজকুমারীর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

৪৬ বছর বয়সী রাজকুমারী বজ্রকিতিয়াভা দেশটিতে ‘প্রিন্সেস ভা’ নামে পরিচিত। তিনি রাজা মাহা ভাজিরালংকর্ণের বড় মেয়ে এবং তার প্রথম স্ত্রীর একমাত্র সন্তান। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহণ করা বজ্রকিতিয়াভা জাতিসংঘে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কারাগারে নারী বন্দিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশেষভাবে কাজ করেছেন।

রাজপ্রাসাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই রাজকুমারী হাসপাতালে ভর্তি হওয়ার মাত্র এক বছর আগে রাজা তাকে দেহরক্ষী কমান্ডে উচ্চ পদে নিয়োগ দেন।

৭৩ বছর বয়সী রাজা ভাজিরালংকর্ণের চার স্ত্রীর সংসারে সাত সন্তান রয়েছে। তবে এখন পর্যন্ত তিনি নিজের উত্তরাধিকারীর নাম ঘোষণা করেননি।
 

Read Entire Article