গুলশান-বনানী এলাকায় যান চলাচলে ডিএমপির নতুন নির্দেশনা

1 day ago 6

রাজধানীর গুলশান ও বনানী এলাকায় যান চলাচলের নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ।

বুধবার (২ এপ্রিল) দুপুরে দেওয়া এই নির্দেশনায় কাকলী, সৈনিক ক্লাবসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে রাইট টার্ন ও ইউটার্ন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে-

১. মহাখালী থেকে আসা যানবাহন সৈনিক ক্লাবে ইউটার্ন নিয়ে বনানী বা আমতলীর দিকে যেতে পারবে।

২. কাকলী ক্রসিংয়ে সব ধরনের রাইট টার্ন ও ইউটার্ন নিষিদ্ধ করা হয়েছে। গুলশান বা বনানীগামী যানবাহনগুলো বনানী কবরস্থান ক্রসিং থেকে ইউটার্ন নিতে পারবে, তবে বাস ও বড় যানবাহন এর আওতায় পড়বে না।

৩. বাস ও অন্যান্য বড়/ভারী যানবাহনের জন্য আর্মি স্টেডিয়াম ইউটার্ন ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

Read Entire Article