পটুয়াখালীর চারটি আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ৮ নেতা ডাক পেলেন গুলশানে। সবার সঙ্গে সরাসরি কথা বলবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ বৈঠক।
ধারণা করা হচ্ছে, এ বৈঠকের পর শুরু হবে চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার কাজ। চলতি মাসের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই সংকেত পাবেন প্রার্থীরা।
পটুয়াখালী জেলা থেকে ডাক পেয়েছেন- পটুয়াখালী-১ (সদর-দুমকী-মির্জাগঞ্জ) থেকে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। পটুয়াখালী-২ (বাউফল) থেকে কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন, সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার। পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) থেকে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ও কলাপাড়া বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির।
গুলশানে ডাক পাওয়ার বিষয়ে পটুয়াখালী-২ বাউফল আসনের মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন কালবেলাকে বলেন, আমাদের কাল বিকেল ৪টায় গুলশান অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে কে নমিনেশন পাবে বা কবে চূড়ান্ত করা হবে এ বিষয় কথা বলতে রাজি হননি তিনি।
আরেক মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি শহিদুল আলম তালুকদার বলেন, আমাদেরকে কাল বিকেল ৪টায় গুলশান অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে। কোন বিষয় ডাকা হয়েছে তা আমাদেরকে বলা হয়নি।
পটুয়াখালী-১ আসনের মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, গুলশানে উপস্থিত থাকার চিঠি আমরা পেয়েছি। কোন বিষয় ডাকা হয়েছে তা আমরা জানতে পারিনি।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, বৈঠকটি একটি সাংগঠনিক প্রক্রিয়া। বিএনপির মতো বড় একটি দলে সংসদ সদস্য নির্বাচন করার মতো যোগ্যতাসম্পন্ন নেতা প্রতিটি আসনেই গড়ে ৪-৫ জন করে রয়েছেন। মনোনয়ন চাইলেই যেমন সবাই পাবেন না, তেমনি দলেরও তো একটি পদ্ধতি রয়েছে।
তিনি আরও বলেন, বৈঠকে মনোনয়নপ্রত্যাশীদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মনোনয়ন চাওয়া কিংবা এমপি হওয়া বড় কথা নয়, আমাদের সবার একটাই লক্ষ্য, ধানের শীষের বিজয়।

2 hours ago
4









English (US) ·