‘গুলি করতে হবে না, ইট দিয়ে বুকে মারলেই মরে যাবে’, অডিও ভাইরাল

চট্টগ্রামে সরোয়ার হোসেন বাবলার হত্যার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এসেছে নতুন হত্যাপরিকল্পনা ও অপরাধী সিন্ডিকেটের ভয়ংকর চিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিওতে পুলিশ সোর্স হিসেবে পরিচিত একরাম হোসেন প্রকাশ্যে নাছির উদ্দিন চৌধুরীকে হত্যার পরিকল্পনা করছেন বলে শোনা গেছে। ফাঁস হওয়া অডিওটিতে একরাম ও চট্টগ্রামের সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের কথোপকথনে শোনা যায়, ‘নাছিরকে গুলি করতে হবে না, ইট দিয়ে বুকে আঘাত করলে মরে যাবে।’ ‘ওকে আমি ভিডিও করে মারব। তারপর চোয়াড় মেরে ভিডিও করব। সেটা আবার নিউজ করব। পুরো প্যাকেজ বানাব— মেরে মেরে।’ অডিওতে একরাম দাবি করেন, নাছির নিউমার্কেট এলাকায় বার ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ রাখেন এবং মালিকদের কাছ থেকে প্রতিবার থেকে ‘ড্রিঙ্ক’ বাবদ ২-৩ লাখ টাকা চাঁদা আদায় করেন। এ ছাড়া আওয়ামী লীগের কিছু নেতার ব্যবসা রক্ষায়ও নাছির সক্রিয় বলে অভিযোগ করেন তিনি। হুমকির বিষয়ে জানতে নাছিরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা রিসিভ হয়নি।  র‍্যাব-পুলিশের তালিকাভুক্ত নাছির উদ্দিন চৌধুরী ১৯৯৮ সালে গ্রেপ্তার হয়ে ২৬ বছর কারাভোগের পর ২০২৩ সালে মুক্তি পান। মুক্তির

‘গুলি করতে হবে না, ইট দিয়ে বুকে মারলেই মরে যাবে’, অডিও ভাইরাল
চট্টগ্রামে সরোয়ার হোসেন বাবলার হত্যার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এসেছে নতুন হত্যাপরিকল্পনা ও অপরাধী সিন্ডিকেটের ভয়ংকর চিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিওতে পুলিশ সোর্স হিসেবে পরিচিত একরাম হোসেন প্রকাশ্যে নাছির উদ্দিন চৌধুরীকে হত্যার পরিকল্পনা করছেন বলে শোনা গেছে। ফাঁস হওয়া অডিওটিতে একরাম ও চট্টগ্রামের সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের কথোপকথনে শোনা যায়, ‘নাছিরকে গুলি করতে হবে না, ইট দিয়ে বুকে আঘাত করলে মরে যাবে।’ ‘ওকে আমি ভিডিও করে মারব। তারপর চোয়াড় মেরে ভিডিও করব। সেটা আবার নিউজ করব। পুরো প্যাকেজ বানাব— মেরে মেরে।’ অডিওতে একরাম দাবি করেন, নাছির নিউমার্কেট এলাকায় বার ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ রাখেন এবং মালিকদের কাছ থেকে প্রতিবার থেকে ‘ড্রিঙ্ক’ বাবদ ২-৩ লাখ টাকা চাঁদা আদায় করেন। এ ছাড়া আওয়ামী লীগের কিছু নেতার ব্যবসা রক্ষায়ও নাছির সক্রিয় বলে অভিযোগ করেন তিনি। হুমকির বিষয়ে জানতে নাছিরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা রিসিভ হয়নি।  র‍্যাব-পুলিশের তালিকাভুক্ত নাছির উদ্দিন চৌধুরী ১৯৯৮ সালে গ্রেপ্তার হয়ে ২৬ বছর কারাভোগের পর ২০২৩ সালে মুক্তি পান। মুক্তির পর থেকেই তিনি চাঁদাবাজি, টেন্ডার দখল ও এলাকা নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, পুলিশ সোর্স হিসেবে একরাম দীর্ঘদিন এলাকায় ভয় ও আধিপত্য বজায় রেখেছেন। অডিও ফাঁসের পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। চাঁদাবাজি ও হত্যার পরিকল্পনাকে কেন্দ্র করে একটি বড় অপরাধচক্র সক্রিয় রয়েছে। উল্লেখ্য, গত ৫ নভেম্বর রাতে বায়েজিদ থানার চালিতাতলীর খন্দকার পাড়া এলাকায় নির্বাচনী প্রচারে ছিলেন বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ। সেখানে পাশে থাকা সরোয়ার হোসেন বাবলার ঘাড়ে পিস্তল ঠেকিয়ে ৬ রাউন্ড গুলি করা হয়। ঘটনাস্থলেই মারা যান বাবলা। বাবলা এক সময় সাজ্জাদের দলে ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow