গুলিকাণ্ডের আবারও অসুস্থ গোবিন্দ

2 months ago 36

বলিউড অভিনেতা গোবিন্দর সময়টা খুব খারাপ যাচ্ছে। মাসখানেক আগে তার পায়ে গুলি লেগেছিল। হাসপাতালে কিছুদিন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। তবে জানা গেছে, আবারও অসুস্থ হয়ে পড়েছেন এ অভিনেতা।

গতকাল (১৬ নভেম্বর) রাজনৈতিক প্রচারণায় বেরিয়েছিলেন গোবিন্দ। হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন এ অভিনেতা। সঙ্গে সঙ্গেই বাড়ির দিকে রওনা তিনি। এদিন গোবিন্দ মহারাষ্ট্রের জলগাঁওয়ে শিবসেনা-বিজেপি-এনসিপি জোটের হয়ে ভোট প্রচারণায় যোগ দিয়েছিলেন।

চলতি বছর শিবসেনায় যোগ দিয়েছেন গোবিন্দ। শনিবার মিছিলের মাঝপথে হঠাৎই বুকে অস্বস্তি শুরু হয় তার। সামান্য ব্যথাও অনুভব করেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। কোনোরকম ঝুঁকি না নিয়ে তখনই বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন গোবিন্দ।

গুলিকাণ্ডের আবারও অসুস্থ গোবিন্দ

পরিবার সূত্রে আরও জানা গেছে, বুকে অস্বস্তি শুরুর সঙ্গে সঙ্গে গোবিন্দকে তখনই চিকিৎসার জন্য মুম্বাই নিয়ে যাওয়া হয়। তবে তিনি এখনো হাসপাতালে কিনা সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো জানানো হয়নি।

গত অক্টোবরে একটি কাজে কলকাতায় যাওয়া কথা ছিল গোবিন্দর। কিন্তু সকালে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার আগেই নিজের বাড়িতে দুর্ঘটনা ঘটে যায়। তার লাইসেন্সপ্রাপ্ত পিস্তলটি হাত থেকে পড়ে গুলি লাগে। হাঁটুর নিচে গুরুতর জখম হয়। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। হাসপাতালে নিয়ে গেলে ৮-১০টি সেলাই দিতে হয়েছে। তিন দিন পরে ছাড়া পান তিনি।

এমএমএফ/এএসএম

Read Entire Article