গুলিতে বাংলাদেশি নিহত, পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির প্রতিবাদ

1 day ago 3

সুনামগঞ্জে মাছিমপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইদুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হন। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। ওই বৈঠকে প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৩/৮-এস এর কাছে সায়েদাবাদ-নালিকাটা বর্ডার হাট এলাকায় সাইফুল হত্যাকাণ্ডের বিষয়ে বিজিবি-বিএসএফ বৈঠক হয়।

ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকে সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

অপরদিকে শিংল সেক্টরের ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন কমান্ড্যান্ট শ্রী রাজিব কুমার। এছাড়া বৈঠকে বিজিবির পক্ষে ১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এবং বিএসএফের পক্ষে ১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল উপস্থিত ছিল।

বৈঠকে বাংলাদেশি যুবক সাইদুল ইসলামকে ভারতের ভেতরে গুলি করার বিষয়ে প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এ বিষয়ে বিস্তারিত জানতে চান ২৮ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

উত্তরে বিএসএফ কমান্ড্যান্ট জানান, ১৯৩ ব্যাটালিয়ন বিএসএফ করাইগড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশি নাগরিকের ওপর ফায়ারের বিষয়ে বিএসএফ এবং পুলিশের সমন্বয়ে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত শেষে ফায়ারের সম্পৃক্ততার বিষয়টি জানানো হবে।

লিপসন আহমেদ/জেডএইচ/জেআইএম

Read Entire Article