গুলিবিদ্ধ দুই ছাত্রের সফল অস্ত্রোপচার সিএমএইচে

1 month ago 12

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ দুজন ছাত্রের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ মো. রাফি হোসেনের (১৪) ঢাকা সিএমএইচে সফল অস্ত্রোপচার করা হয়। তিনি গত ১৯ জুলাই ডান কাঁধে গুলিবিদ্ধ হন এবং তার ডান কাঁধের হাড় ও ধমনী ক্ষতিগ্রস্ত হয়। তাকে জরুরি-ভিত্তিতে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে অপারেশন করা হয়। পরবর্তীতে কিছু জটিলতা দেখা দিলে হৃদরোগ ইনস্টিটিউট ও ঢাকা সিএমএইচের চিকিৎসকদের আলোচনার ভিত্তিতে তাকে ২৫ আগস্ট দিনগত রাতে সিএমএইচে আনা হয়।

এরপর দীর্ঘ ৬ ঘণ্টা সময় নিয়ে সিএমএইচের ভাস্কুলার টিম সফলভাবে কৃত্রিম রক্তনালী সংযোজনের মাধ্যমে তার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে রাফি আশঙ্কামুক্ত।

আইএসপিআর আরও জানায়, মিরপুর কলেজের ছাত্র মো. মমিন হোসেন (২৩) গত ১৯ জুলাই গুলিবিদ্ধ হন এবং গুলিটি তার মেরুদণ্ডের পেছনে আটকে যায়। পরে ২০ আগস্ট মমিনকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। এরপর ল্যাপারোস্কপির মাধ্যমে ২৫ আগস্ট অপারেশন করে মমিনের মেরুদণ্ড থেকে গুলি বের করা হয়। বর্তমানে তিনি ভালো আছেন।

টিটি/এমএএইচ/এমএস

Read Entire Article