গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, দুজনকে ৩৬ বছর করে কারাদণ্ড

3 months ago 46

পঞ্চগড়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে দুজনকে ৩৬ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২ জুন) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বিএম তারিকুল কবির এ আদেশ দেন। এসময় মামলার অপর দুই আসামি কাবুল ইসলাম ও রবিউল ইসলামকে খালাস দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের নিমাইপাড়া এলাকার আব্বাস উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম কাবুল (৪২) ও একই ইউনিয়নের গোলাবাড়ি এলাকার জহির উদ্দিনের ছেলে নাজমুল হুদা (৪৫)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগে পঞ্চগড় সদর অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে চারজনকে জনকে অভিযুক্ত ২০১৬ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ।

পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজার রহমান আজু বলেন, দীর্ঘ বিচার প্রক্রিয়ায় দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুজনকে খালাস প্রদান করা হয়।

সফিকুল আলম/আরএইচ/জিকেএস

Read Entire Article