গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সরিষাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম টুম্পা (২০)। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের রহিমের মেয়ে। অভিযুক্ত স্বামী রশিদুল ইসলাম (২৪) সিংড়ার সরিষাবাড়ি গ্রামের মন্তাজ প্রামাণিকের ছেলে। টুম্পা ও রশিদুলের দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, টুম্পা ও রশিদুলের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। মাঝেমধ্যে টুম্পা রাগ করে বাবার বাড়ি চলে যেতেন। বুধবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও ঝগড়া বাধে। একপর্যায়ে রশিদুল ক্ষিপ্ত হয়ে টুম্পাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়। ঘটনার পর থেকেই রশিদুল পলাতক।
সিংড়া থানার ওসি মমিনুজ্জামান কালবেলাকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।