গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেভাবেই ব্যালট হয়েছে

পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষ প্রতীক রাখা প্রসঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ইট ইজ অ্যা মিস, আমি বলতে পারবো না। আমি বলতে পারবো না এই কারণে যে, ছাপানোর দায়িত্বটা যার কাছে আছে তার কাছ থেকে জেনে বলতে হবে। আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে যে, আমাদের যে গ্যাজেটটা পাবলিশ করা হয়েছে, সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেভাবেই ব্যালট করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মধ্যে পড়ার বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর এ বিষয়ে আপত্তি তুলেছে বিএনপি। দলটির অভিযোগ, কোনো উদ্দেশ্য নিয়ে এটি করা হয়েছে। তাই এখনো যে ব্যালটগুলো পাঠানো হয়নি সেগুলোতে সংশোধন চেয়েছে দলটি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দলের নাম এবং প্রতীক প্রথম লাইনে দেও

গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেভাবেই ব্যালট হয়েছে

পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষ প্রতীক রাখা প্রসঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ইট ইজ অ্যা মিস, আমি বলতে পারবো না। আমি বলতে পারবো না এই কারণে যে, ছাপানোর দায়িত্বটা যার কাছে আছে তার কাছ থেকে জেনে বলতে হবে। আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে যে, আমাদের যে গ্যাজেটটা পাবলিশ করা হয়েছে, সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেভাবেই ব্যালট করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মধ্যে পড়ার বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর এ বিষয়ে আপত্তি তুলেছে বিএনপি। দলটির অভিযোগ, কোনো উদ্দেশ্য নিয়ে এটি করা হয়েছে। তাই এখনো যে ব্যালটগুলো পাঠানো হয়নি সেগুলোতে সংশোধন চেয়েছে দলটি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দলের নাম এবং প্রতীক প্রথম লাইনে দেওয়া হয়েছে। অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে। যেটা ভাঁজ করলে এটা ভালো করে নজরেই পড়বে না। আমরা এই নিয়ে কথা বলেছি তাদের (ইসি) সঙ্গে। তাদের কথায় মনে হয়েছে যে, তারা বিষয়টি ঠিক ওভাবে খেয়াল করেন নাই।

ব্যালটে ধানের শীষ প্রতীক পুনরায় ছাপা হবে কি? এই প্রসঙ্গে সচিব বলেন, এটা নিয়ে এখন বলা যাবে না। কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ঋণ খেলাপির মনোনয়নপত্র বৈধ হচ্ছে—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, স্পেসিফিক করে বলতে হবে। এ রকম বিষয় আমার জানা মতে নেই। গণভোটের প্রচার কারা চালাবে—এমন প্রশ্নের জবাবে কোন সঠিক উত্তর দেননি সচিব।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, যারা প্রচারণা করছেন তাদের কাছে জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞাসা করছেন কেন?

বাহরাইনের একটি বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে জানতে চাইলে সচিব বলেন, আপনারা জানেন বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আমরা পোস্টাল ব্যালটগুলো পাঠাচ্ছি মধ্যপ্রাচ্য এবং বেশকিছু দেশে। বাহরাইনের ক্ষেত্রে যেটা হয়েছে, ওখানে ১৬০টি পোস্টাল ব্যালট এক জায়গায় বা বক্সে ছিল। ছাত্রজীবনে আমরা হোস্টেলে দেখেছি একটা জায়গায় চিঠিপত্র রেখে যেতো অনেকে। এর পরে একটা টেবিলের ওপর থেকে আমরা নিজেরা নিজের মতো করে চিঠি নিতাম। সেরকম একটা বক্সে আমরা ১৬০টি ব্যালট দিয়ে দিয়েছি। ওই বক্সটা যখন প্রবাসী ভাইবোনেরা দেখেছেন তখন খুশি ধরে রাখতে পারেনি। তবে ভিডিও ক্লিপটা যারা করেছে তা ঠিক করা হয়নি। প্রবাসী ভোটাররা ভোটের একটা ব্যালট পেয়েছেন এই আনন্দটুকু ধরে রাখার জন্য এটা কেউ ভিডিও করে পোস্ট করেছে। তবে বিষয়টি সংশ্লিষ্টরা তদন্ত করছেন।

এমওএস/এমএমকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow