গোডাউনে মিলল ১৩ টন গুলির খোসা

1 week ago 6

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারে অবস্থিত ‘শিহাব এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৩ টন সরকারি বন্দুকের গুলির খোসা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এক অভিযানে এসব উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার তরিকুল ইসলামসহ যৌথবাহিনী।

প্রতিষ্ঠানের মালিক শিহাব হোসেন (৩৫) দাবি করেছেন, তিনি বৈধভাবেই সরকারি নিলামের মাধ্যমে এসব গুলির খোসা ক্রয় করেছেন। তিনি বলেন, আমার সব কাগজপত্র বৈধ। ঢাকা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে সরকারি নিলামের মাধ্যমেই গুলির খোসাগুলো ক্রয় করেছিল একটি প্রতিষ্ঠান, আমি সেই প্রতিষ্ঠানের কাছ থেকে আবার পুনরায় বৈধভাবে ক্রয় করি। এর সব নথিপত্র আমি সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনকে দেখিয়েছি।

পুলিশ সুপার তরিকুল ইসলাম কালবেলাকে বলেন, শিহাব এন্টারপ্রাইজে প্রায় সাড়ে ১৩ টন সরকারি বন্দুকের গুলির খোসা পাওয়া গেছে। কাগজপত্র যাচাই করে দেখা গেছে, প্রতিষ্ঠানটি বৈধভাবে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে খোসাগুলো ক্রয় করেছে। সবকিছু ঠিক আছে। বিষয়টি প্রথমে সন্দেহজনক মনে হলেও যাচাইবাছাই শেষে দেখা যায়— এটি সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় কেনা-বেচা করা সামগ্রী। 

এ ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্য দেখা দিলেও পরে বিষয়টি পরিষ্কার হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে গুলির খোসাগুলো শিহাব এন্টারপ্রাইজের গোডাউন ঘরেই রাখা আছে।

Read Entire Article