গোপনে টিসিবির চাল-ডাল বিক্রি

2 hours ago 5

কুমিল্লার মনোহরগঞ্জে অবৈধভাবে বিক্রির সময় টিসিবির চাল-ডাল আটক করেছে সেনা সদস্যরা।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার হাসনাবাদ বাজারের জুয়েল স্টোরের সামনে থেকে পণ্যগুলো আটক করা হয়।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ১৫০০ কেজি চাল ও ২৫০ কেজি ডাল। আটককৃত চাল ডালগুলো বর্তমানে হাসনাবাদ ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। 

হাসনাবাদ বাজারের ব্যবসায়ী জুয়েল স্টোরের মালিক মো. জুয়েল জানান, উপজেলার বাইশগাঁও ইউনিয়নের টিসিবির ডিলার হুমায়ূনের কাছে তিনি টাকা পেতেন। হুমায়ূন পাওনা টাকা দিতে না পেরে জুয়েলকে টিসিবির চাল ও ডাল পাঠায়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর আলম, মনোহরগঞ্জ থানার এসআই জনি কান্তি দে, এএসআই সুপায়নসহ সঙ্গীয় ফোর্স। 

মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে এসব তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত পণ্যগুলো হাসনাবাদ ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read Entire Article