গোপনে বিয়ে করলেন জিয়া মানেক

3 weeks ago 7

অনেকটা গোপনে বিয়ে করলেন ‘গোপী বহু’খ্যাত অভিনেত্রী জিয়া মানেক। দীর্ঘদিনের বন্ধু অভিনেতা বরুণ জৈনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (২১ আগস্ট) জিয়া মানেক তার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে নিজের বিয়ের ছবি প্রকাশ করেন। 

প্রকাশিত সেসব ছবিতে দেখা যায়, বিয়েতে সোনালি রঙের শাড়ি পরেছেন জিয়া, সঙ্গে সোনার গহনা ও লাল চুড়ি। অন্যদিকে, বরুণ পরেছেন সোনালি রঙের শেরওয়ানি। 

আর ছবির ক্যাপশনে জিয়া মানেক লিখেছেন, ‘ঈশ্বর এবং গুরুদের কৃপায়, সকলের ভালোবাসায়, আমরা আজ এই চিরন্তন সম্পর্কে আবদ্ধ হলাম; হাত ধরাধরি করে, হৃদয় দিয়ে হৃদয়ে। আমরা দুজন বন্ধু ছিলাম, আজ থেকে আমরা স্বামী-স্ত্রী।'

তিনি তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও লিখেছেন, “জীবনের বিশেষ এই দিনটিকে আরও স্মরণীয় করে তোলার জন্য যারা ভালোবাসা, আশীর্বাদ এবং শুভেচ্ছা পাঠিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। মিস্টার অ্যান্ড মিসেস হিসেবে, এখন থেকে শুরু একসঙ্গে হাসি, রোমাঞ্চ, স্মৃতি এবং একতার নতুন যাত্রার।

উল্লেখ্য, ‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিকে ‘গোপি বহু’ চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেন জিয়া মানেক। এদিকে জিয়া মানেক ও বরুণ ‘তেরে মেরে সাথ রহে’ নামে টিভি ধারাবাহিকে একসঙ্গে কাজ করেন। যেটি ২০২১ সালে করোনা সংকটের সময়ে এটি প্রচার হয়।

Read Entire Article