গোপালগঞ্জে তিন আ.লীগ নেতা কারাগারে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাজহারুল আলম পান্নাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
রোববার (১ ডিসেম্বর) সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সদর উপজেলার বেদগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের সদর থানায় সোপর্দ করা হয়।
গ্রেপ্তার অপর দুজন হলেন, আওয়ামী লীগ নেতা ফরমান মুন্সী ও কামাল হোসেন মোল্লা।
সদর থানার ওসি (তদন্ত) আমিনুর রহমান বলেন, উপজেলার হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আলম পান্নাসহ তিন আওয়ামী লীগ নেতাকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর গত ১০ আগস্ট গোপালগঞ্জের গোপীনাথপুর বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেনাবাহিনীর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে এই ঘটনায় ১০৬ জনের নাম উল্লেখ ও ৩ হাজার ২০০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে সদর থানায় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি মামলা করা হয়।