গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে হাতকড়াসহ গ্রেপ্তার হওয়া এক হত্যা মামলার আসামি পালিয়েছেন। বুধবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় আসামি হৃদয় শেখ পালিয়ে যায়। সে ইজিবাইকচালক আকাশ মাতবর হত্যা মামলার দুই নম্বর আসামি।
জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। আসামি মো. হৃদয় শেখ (১৯) মুকসুদপুর পৌরসভার কমলাপুর এলাকার হেমায়েত শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাত ৯টার দিকে মুকসুদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি মো. হৃদয় শেখকে গ্রেপ্তার করে।
বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে মো. হৃদয় শেখ হাতকড়া পরা অবস্থায় থানা থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় মুকসুদপুর থানার এসআই শামীম ও এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান কালবেলাকে জানান, হত্যা মামলায় আসামি হৃদয়কে গ্রেপ্তার করে মুকসুদপুর থানা পুলিশ। পরে হাতকড়া পরা অবস্থায় আসামি পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।