গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী একটি বাসকে পেছন থেকে অন্য একটি বাসের ধাক্কায় চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২ জন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার হিরন্যকান্দি স্যাম্পান হাইওয়ে রেস্টুরেন্ট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রকিবুজ্জান কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বাসচালক গোপালগঞ্জ জেলার ঘোনাপাড়া এলাকার মুনসুর আলির ছেলে মো. মন্টু মোল্লা ও একই বাসের সুপারভাইজার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলী গ্রামের আলমগীর শেখের ছেলে আরিফুল ইসলাম।
স্থানীয় ও পুলিশ এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি পরিবহন হিরন্যকান্দি এলাকায় পৌঁছলে একইদিক থেকে আসা অন্য একটি যাত্রীবাহী বাস সোহাগ পরিবহনের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা ও ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে।
ওসি মো. রকিবুজ্জান বলেন, টুঙ্গিপাড়া ও সোহাগ বাসের সংঘর্ষে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজার নিহত হয়েছে। এ ছাড়া আহত ১২ জনকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।