গোপালগঞ্জে ৪ গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

2 hours ago 4

গোপালগঞ্জে ঘন কুয়াশায় কারণে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানসহ চারটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক মো. আলী রাজ ঘটনাস্থলেই নিহত হন। তিনি পিরোজপুরের গেন্ডারিয়া এলাকার মো. মিজানুর রহমানের ছেলে। এছাড়া আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। এঘটনায় সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় পৌঁছালে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গোপালগঞ্জগামী ও বিপরীত দিকে যাওয়া আরও দুইটি গাড়ির সংঘর্ষ হয়। এতে করে চারটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক নিহত হন ও আহত হন ২০ জন।

হতাহতদের উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হন স্থানীয় আরও তিন যুবক। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনার গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক রুমান মোল্লা বলেন, ঘন কুয়াশার মধ্যে সকালে ঢাকা খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় চারটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন ২০ জন। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

আশিক জামান অভি/এএইচ/জিকেএস

Read Entire Article