নাবিব নেওয়াজ জীবন কয়েক বছর আগেও প্রধান ভরসা ছিলেন জাতীয় দলের আক্রমণভাগে। আবাহনীতেও তাই। তবে কয়েক মৌসুম ধরে সময়টা ভালো যাচ্ছিল না তার। গত মৌসুমে আবাহনীর জার্সিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচ খেলে গোলের দেখা পাননি জীবন।
এ মৌসুমে আকাশি-নীলদের ছেড়ে যোগ দিয়েছেন পুরনো ঢাকার ক্লাব রহমতগঞ্জে। লম্বা সময় পর দল পাল্টানো জীবনের পায়ে গোলও আসছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে চার ম্যাচে চার গোল করেছেন জীবন। মঙ্গলবার ফেডারেশন কাপে গোলের খাতা খুলেছেন হ্যাটট্রিক দিয়ে। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৬-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। জীবনের হ্যাটট্রিকের পাশাপাশি গোল করেছেন মারাজ, বোয়েটেং ও তোহা।
জীবনের পা থেকে এলো এই মৌসুমের প্রথম হ্যাটট্রিক। চ্যালেঞ্জ কাপ, প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ মিলে মঙ্গলবার পর্যন্ত ম্যাচ হয়েছে ২৯ টা। ২৯ তম ম্যাচে এসে হ্যাটট্রিক দেখলেন দর্শক।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে গোল পাননি। এবার তো গোল আসছে ভালোই। মৌসুমের শুরুটা নিয়ে খুশি? জবাবে নাবিব নেওয়াজ জীবন বলেন, ‘গত মৌসুমে আবাহনীতে আমি খেলার সুযোগই পাইনি সেভাবে। লিগে ১৩ ম্যাচে মাঠে নেমেছি। তাও বেশিরভাগ বদলি হিসেবে। এবার খেলার সুযোগ পাচ্ছি। আলহামদুলিল্লাহ গোলও পাচ্ছি। দোয়া করবেন।’
মঙ্গলবারের বড় জয়ে রহমতগঞ্জ ‘বি’ গ্রুপে টেবিলের শীর্ষে আছে মোহামেডান ও আবাহনীকে পেছনে ফেলে। দুইয়ে মোহামেডান ও তিনে আবাহনী। ফেডারেশন কাপে এই গ্রুপটা বেশ জমে উঠেছে।
আরআই/আইএইচএস/