বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সিয়ার ওপর ঝড় বইয়ে দিয়েছে তারা। করেছে গোল উৎসব। লা লিগায় বার্সেলোনা জিতেছে ৬-০ গোলে! জোড়া গোলের দেখা পেয়েছেন ফেরমিন লোপেজ, রাফিনহা ও রবের্ত লেভানডোভস্কি।
লামিনে ইয়ামাল না থাকলেও আক্রমণে ধার কম ছিল না বার্সার। ২৯ মিনিটে বার্সাকে এগিয়ে দেন লোপেজ। তখনও বোঝা যায়নি দ্বিতীয়ার্ধে বার্সা কী জমিয়ে... বিস্তারিত