আরও একবার ভক্ত-সমর্থকদের মুগ্ধ করলেন লিওনেল মেসি। নিজে গোল করে এবং সতীর্থদের দিয়ে করিয়ে ইন্টার মিয়ামিকে দারুণ এক জয় উপহার দিলেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ক্লাব ফ্রেন্ডলিতে হন্ডুরাসের পেশাদার ক্লাব সি. ডি. ওলিম্পিয়াকে ৫-০ ব্যবধানে হারিয়েছে মিয়ামি।
Chelo ➡️ Suárez ➡️ Messi বিস্তারিত