গোল মিসের মহড়ায় গোলশূন্য ড্র আর্সেনালের

1 month ago 15

একের পর সুযোগ মিস, এমিরেটস স্টেডিয়াসে যেন গোল মিসের মহড়া আর্সেনালের। শেষ পর্যন্ত পুরোপুরি ব্যর্থ গানাররা। ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে আর্সেনাল।

আগের ম্যাচে ফুলহ্যামের বিপক্ষেও ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুঁইয়েছিল। টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে লড়াই জমিয়ে তুলতে ব্যর্থ হয়েছে আর্সেনাল।

আর্সেনালের মাঠে নামার কিছুক্ষণ আগে ফুলহ্যামের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খুঁইয়ছিল লিভারপুল। শিরোপার দৌড়ে মূল প্রতিদ্বন্দ্বীদের পয়েন্ট হারানোর সুযোগটা কাজে লাগাতে পারেনি গানাররা।

১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল। ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে চেলসি।

শনিবার ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক খেলেছেন আর্সেনালের মার্টিন ওডেগার্ড। ২৯ মিনিটে নরওয়ের এই মিডফিল্ডারের একটি শট রুখে দেন এভারটনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের সুযোস মিস করেন গাব্রিয়েল মার্টিনেলি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কোনাকুনি শটে দুর্দান্ত সেভ দেন এভারটনের গোলরক্ষক। এতে আরেকটু স্পষ্ট হয় আর্সেনালের কপালে হতাশার ছোপ।

কিছুক্ষণ বুকায়ো সাকার একটি শট রুখে দেন এভারটনের গোলরক্ষক। আর্সেনালের ইংলিশ ফরোয়ার্ড বেশ কয়েকবার সুযোগ পেয়ে এভারটনের জাল খুঁজে বের করতে পারেনি। ভাঙতে পারেননি গোলবারের নিচে সৃষ্টি করা পিকফোর্ডের দেয়াল।

ম্যাচের বয়স এক ঘণ্টা হলে আর্সেনালের গোল মিসের মহড়া দেখে দুই পরিবর্তন আনেন কোচ মিকেল আরতেতা। ওডেগার্ড ও ডেকলান রিসিকে তুলে নিয়ে নামান জরগোনহো ও ১৭ বছর বয়সী ইথান নুওয়ানেরিকে।

পরিবর্তনও কোনো কাজে দিলো না। সফল হতে পারলেন না আরতেতা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করেই ড্রেসিংরুমে ফিরতে হলো আর্সেনালকে।

এমএইচ/এমএস

Read Entire Article